বরিশালে ২ হাজার ১শ’ ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পশ্চিম কাউনিয়া খালপাড় সড়ক এলাকা থেকে মোঃ রফিকুল ইসলাম সরদার (৪৯)কে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত রফিকুলের স্বিকারোক্তিতে নগরীর রুপাতলী এলাকার ডাক্তার মমিন সড়কে জাহানারা মঞ্জিলে রফিকের ভাড়াটিয়া বাসা থেকে তার স্ত্রী মাহমুদা বেগম (৩৮) কে আটক করা হয়। এ সময় ওই বাসা থেকে আরো ১ হাজার ৬শ’ ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোকতার হোসেন (পিপিএম) এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) এবং উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন (পিপিএম) এর দিক নির্দেশনায় কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আবদুল হালিম এর নেতৃত্বে কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন, এসআই শম্ভু, এসআই জসিম, এএসআই ফিরোজ, এএসআই সাইফুল, এএসআই হালিম,
এএসআই জসিম ও এএসআই জিয়া সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স্কুল এলাকায় অভিযান চালান। এ সময় খালপাড় সড়ক থেকে মোঃ রফিকুল ইসলাম সরদার (৪৯)কে ৫শ’ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে রফিক জানায়, নগরীর রুপাতলী ডাক্তার মোমিন সড়কে জাহানারা মঞ্জিলে তার ভাড়াটিয়া বাসায় আরো ইয়াবা রক্ষিত আছে। এমন সংবাদের ভিত্তিতে জাহানারা মঞ্জিলে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রফিকের স্ত্রী মাহমুদা বেগমকে আটক করে এবং তার বাসায় রক্ষিত ১ হাজার ৬শ’ ৪৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় আটককৃতদের মাদক কেনাবেচায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বিপুল পরিমান পলিথিনও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী দম্পত্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন এলাকায় পাইকারী সাপ্লাই দিতো বলে জানা গেছে। কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, আটককৃতদের আসামী করে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।