
প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ১:১৬

১৯৮৪-৮৬ সালে আমি যখন ঘাটাইল থানা নির্বাহী অফিসার তখন তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোর নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমার সরকারি বাসায় এসেছিলেন। তখন তাঁর সঙ্গে ছিলেন তোফায়েল আহমেদ। কিছু সময় পর নেত্রী যখন বেরিয়ে যান, তখন তোফায়েল ভাই বলছিলেন ফরহাদ তোমার চাকুরি'টা আর থাকলো না। আমি বলেছিলাম 'ভাই বঙ্গবন্ধুর কন্যার জন্য কাজ করতে গিয়ে যদি আমার চাকুরি চলে যায়, এতে আমার কোন দুঃখ থাকবেনা।' তবে সেই সময়ে চাকুরি একেবারে না গেলেও আমাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে স্বৈরশাসক সরকারের দ্বারা। এরআগে আওয়ামীলীগার হওয়ার কারণে ১৯৮৩ সালে কেরানীগঞ্জ থানা নির্বাহী অফিসার থাকাকালে এরশাদ সরকার আমাকে ওএসডি করেছিল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব