প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫০
কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনতা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বেদীতে জুতা পায়ে ওঠা, সংবাদ কর্মীদের সামনে ছবি তোলার হিড়িক, সেলফি তোলা, হৈ-হুল্লোড় করে বেদীর ফুলের উপরে হুমড়ি খেয়ে পড়ার মধ্য দিয়ে চরম বিশৃঙ্খলায় খুলনায় একুশের প্রথম প্রহর কাটে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে খুলনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। তবে শ্রদ্ধা জানাতে এসে অশ্রদ্ধা প্রদর্শন করেন অনেকে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব