প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:৩৪
রাজনীতিতে সমঝোতার পথে এগোতে ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার ২৩ জুলাই বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
এই বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা দেশের বর্তমান সংকট, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং ন্যায়সংগত অংশগ্রহণ নিশ্চিত করার নানা দিক নিয়ে মতবিনিময় করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার এবং গণঅধিকার পরিষদের নুরুল হক নুর।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব এবং ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।
আরও অংশ নেন বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের ডা. মিজানুর রহমান। বৈঠকে বিভিন্ন দলে মতপার্থক্য থাকলেও রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করার লক্ষ্যে একটি গ্রহণযোগ্য পথ খোঁজার জন্য আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরে রাজনৈতিক সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, একটি জাতীয় ঐক্য সৃষ্টি করাও জরুরি।
এর আগের রাতে, ২২ জুলাই, ড. ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই বৈঠকগুলোতেও সাম্প্রতিক দুর্ঘটনা, রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনপূর্ব সমঝোতা নিয়ে আলোচনা হয়।
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলার উদ্দেশ্যে ড. ইউনূস ধারাবাহিকভাবে এসব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
এই বৈঠকগুলো দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অস্থির সময়ে রাজনৈতিক দলগুলোর এমন সক্রিয় উপস্থিতি এবং আন্তরিক অংশগ্রহণ ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।