বাউফলে ব্যাংক অফিসারের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৫ই জানুয়ারী ২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
বাউফলে ব্যাংক অফিসারের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ

পটুয়াখালীর বাউফলে সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ) হুমায়ুন কবিরের বিরুদ্ধে গ্রাহকের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার বিকাল ৩টার দিকে সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারী রবিবার বাউফল সোনালী ব্যাংকে বিকাল ৩টায় বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের এর কর্মচারী নাজমুন্নাহার ৭৩ হাজার টাকা টিটি করতে (পাঠাতে) যান। ব্যাংক অফিসার (ক্যাশ) হুমায়ুন কবির নাজমুন্নাহারকে বলেন, আপনার ৩ হাজার টাকা কম আছে। এ ঘটনায় দু'জনের মধ্যে কথার কাটাকাটি হলে পল্লী বিদ্যুৎ এর অনান্য কর্মচারীরা চলে আসে। এক পর্যায়ে ম্যানেজার এসে সিসি ক্যামেরা ওপেন করলে ধরা পরে ব্যাংক অফিসার হুমায়ুন কবির টাকা চুরি করেছেন।

এ ঘটনায় গ্রাহকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বাউফল পল্লী বিদ্যুৎ ডি.জি.এম একেএম আজাদ বলেন, আমার কর্মচারী নাজমুন্নাহার সোনালী ব্যাংকে ৭৩ হাজার টাকা টিটি করতে গেলে টাকা কম থাকায় সিসি ক্যামেরায় ধরা পরে অফিসার (ক্যাশ) হুমায়ুন কবির ৩ হাজার টাকা সরিয়েছে। ভুক্তভোগী নাজমুন্নাহার জানান, গত ১৩ জানুয়ারী রবিবার বিকালে সোনালী ব্যাংকে ৭৩ হাজার টাকা টিটি করতে গেলে ক্যাশিয়ার হুমায়ুন কবির বলেন, আপনার টাকা কম আছে। কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যানেজারকে বললে সিসি ক্যামেরায় ধরা পরে তিনি টাকা চুরি করেছে।

বাউফল শাখার সোনালী ব্যাংক ম্যানেজার প্রজ্জল কুমার দাস এ প্রতিনিধিকে জানান, টাকার বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পরার পরে হুমায়ুন কবিরকে বলেছি টাকা দিয়ে দিতে। আর ডিজিএম স্যারের সাথে কথা বলে হুমায়ুন কবিরকে এখান থেকে সিরিয়ে দিব। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মুঠোফোন ০১৭২০৫৭৯৯০৭ নাম্বারে ফোন দিলে জানান, টাকা ম্যানেজার স্যার দিতে বলছেন, দিয়ে দিব। 

ইনিউজ ৭১/এম.আর