প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:১৫
রাজধানীর মেট্রোরেল পিলারগুলো এখন আর কেবল স্থাপত্যের অংশ নয়, হয়ে উঠছে ইতিহাসের ভাষ্যবাহক। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে এগুলোতে উঠে আসছে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলের নানা সমালোচিত অধ্যায়।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে ঢাকা মহানগরের কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত অংশে এই গ্রাফিতি কর্মযজ্ঞ শুরু হয়েছে। একঝাঁক চারুশিল্পী রোদ-বৃষ্টি উপেক্ষা করে কাজ করছেন দিনরাত। লক্ষ্য একটাই—আগস্টের ৫ তারিখের আগেই এই ভিজ্যুয়াল প্রতিবাদের কাজ শেষ করা।
প্রত্যেকটি পিলারে একপাশে সাল ও ঘটনা শিরোনাম, অন্য তিন পাশে বছরের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক ও সামাজিক ঘটনার চিত্র তুলে ধরা হচ্ছে। এ যেন এক চলমান দেয়ালচিত্র—যেখানে বন্দী খালেদা জিয়া থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের জাগরণ, তনু হত্যাকাণ্ড কিংবা ইলিয়াস আলী গুম—সবই উঠে এসেছে সজীব ও গভীর চিত্রকল্পে।
এছাড়া, সীমান্তে ফেলানি হত্যাকাণ্ড, শাপলা চত্বরে নিহতদের স্মৃতি, বিশ্বজিৎ হত্যা কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন—এসব বিষয়ও ঠাঁই পেয়েছে এই গ্রাফিতি সিরিজে। চারুশিল্পীরা বলছেন, তারা শুধু ইতিহাসের দলিল তৈরি করছেন না, বরং নতুন প্রজন্মকে সত্য জানার একটি বিকল্প চিত্র তুলে দিচ্ছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ কাজে সহযোগিতা করছে। পিলারভিত্তিক এই গ্রাফিতির মাধ্যমে শহরের সৌন্দর্য যেমন বাড়ছে, তেমনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও পৌঁছে যাচ্ছে জনমানসে।
ডিএনসিসি প্রশাসক নগরবাসীকে অনুরোধ করেছেন, পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট না করে এ ধরনের সৃজনশীল মাধ্যমে মতপ্রকাশ করায় উৎসাহিত হতে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রথম ধাপের কাজ শেষ হলে, দ্বিতীয় ধাপে বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত একইভাবে গ্রাফিতি আঁকার পরিকল্পনা রয়েছে। এটি শুধু রাজনৈতিক বার্তা নয়, হয়ে উঠছে নগরের প্রাণচিত্রের অংশ।