প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:৪৯
টাঙ্গাইলের ঘাটাইলে বিশেষ অভিযানে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল এবং র্যাব-১০ এর সদর কোম্পানি কেরানীগঞ্জের সমন্বিত যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। ১৪ জুলাই সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ঘাটাইল থানা এলাকার কেন্দ্রীয় মসজিদের বিপরীতে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমানের বয়স ৫৮ বছর। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার দক্ষিণ ফুলদী গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে জি আর নম্বর ২০৭/১৫ এবং প্রসেস নম্বর ১৫/২৫ অনুযায়ী আদালতের দেয়া এক বছরের সাজা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যৌথ দলটি দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মিজানুর কোনো রকম প্রতিরোধ না করলেও সে নিজেকে গোপন করে চলছিল এবং এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছিল, যাতে কেউ সন্দেহ না করে।
র্যাব-১৪ এবং র্যাব-১০ এর এই সমন্বিত অভিযানকে কার্যকর ও সফল বলছে সংশ্লিষ্টরা। তারা মনে করছে, দীর্ঘদিন পলাতক থাকা একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
আসামিকে গ্রেফতারের পর আইনানুগ কার্যক্রমের অংশ হিসেবে তাকে টাঙ্গাইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে র্যাব।
র্যাব আরও জানায়, দেশের যেকোনো স্থানে পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান চলমান থাকবে। বিশেষ করে সাজাপ্রাপ্ত ও উচ্চঝুঁকিপূর্ণ অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যেও এই গ্রেফতার নিয়ে সন্তোষ দেখা গেছে। তারা মনে করছেন, অপরাধীদের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান চালিয়ে যেতে পারলে এলাকায় নিরাপত্তা ও শান্তি বজায় থাকবে।