প্রকাশ: ৮ জানুয়ারি ২০১৯, ৩:৫
নতুন মন্ত্রিসভার জন্য ১০ দফা অনুশাসন জারি করতে যাচ্ছে সরকার। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এসব দিক নির্দেশনা তুলে ধরবেন। সূত্র জানায়, নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এটাকে ঢেলে সাজাতে চাচ্ছেন। সেজন্য সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি বন্ধে কিছু নীতি গ্রহণ করেছেন। এসব নীতিতে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টিও। এলক্ষ্যে প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভার জন্য যে ১০ টি অনুশাসন দিতে পারেন সেগুলো হলো;
ওই সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর লক্ষ্য জনকল্যাণ এবং জনবান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা। মানুষের ভোগান্তি কমাতে সরকার বিশেষ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে। যেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য প্রযোজ্য হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব