ভোলা জেলার পর্যটনকেন্দ্র বালিদ্বীপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা জানুয়ারী ২০১৯ ১২:৩৯ অপরাহ্ন
ভোলা জেলার পর্যটনকেন্দ্র বালিদ্বীপ

অরুনজীব নন্দী অর্নব, ভোলা থেকে : দ্বীপরানী ভোলার চরফ্যাসন-মনপুরা, আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। দুই দফায় নির্বাচিত সংসদ সদস্য হয়ে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে দিয়েছেন ভোলার চরফ্যাসন-মনপুরাকে। পর্যটকদের জন্য চর কুকরী-মুকরীকে কুইন অব আইল্যান্ড হিসেবে গড়ে তুলেছেন। লঞ্চ কিংবা হেলিকপ্টার দিয়ে সহজেই ঘুরে আসতে পারেন দ্বীপরানীতে।প্রাকৃতিক সৌন্দর্যের আশীর্বাদ তো রয়েছেই, এর সঙ্গে যোগ সঠিক পর্যটন পরিকল্পনা। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়াসহ বিশ্বের প্রতিটি কোণায় ছুটে চলা মানুষটি চরফ্যাসনকে কেন্দ্র করে শিক্ষা ও পর্যটনবান্ধব নগরী গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। সে পথেই এগিয়ে চলেছেন।

চরফ্যাসনের চরকুকরী-মুকরী, তারুয়া, ঢালচরসহ নতুন বাংলাদেশ হিসেবে জেগে ওঠা শিবচর নিয়ে রয়েছে অনেক পরিকল্পনা। ইতিমধ্যে পরিকল্পনা মতো গড়ে উঠেছে জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার ও পানির ফোয়ারা, চর কুকরী-কুকরীতে অবকাশ যাবন কেন্দ্র, ইকোপার্ক, ঢালচরে কোস্টাল রেডিও স্টেশন ও লাইটিং হাউস। নদীভাঙন রোধে ১ হাজার ৩৫০ কোটি টাকার প্রকল্পের বাস্তবায়ন করে মেঘনা পাড়ের জীবনে এসেছে স্বস্তি।