একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি।বুধবার এক চিঠিতে তিনি অভিনন্দন জানান। ঢাকায় ইরানি দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।চিঠিতে রোহানি বলেন, “বাংলাদেশে সর্বশেষ সংসদীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠান ও আপনার অসাধারণ নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ে আপনাকে (শেখ হাসিনা) আন্তরিক অভিনন্দন।”নিঃসন্দেহে এই সফলতা, যা বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অর্জন হয়েছে, তা আপনার ব্যবস্থাপনা ও নেতৃত্বের প্রতি মানুষের আস্থার ইঙ্গিত বহন করে,” যোগ করেন রোহানি। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন।