প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:৫৪
রাজনীতিতে একসঙ্গে চলার জন্য যে ঐকমত্য প্রয়োজন, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু অগ্রগতি হলেও সব বিষয়ে একমত হওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেন, এসব দ্বিমতের বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে, যেন মানুষ জানে কারা কোন বিষয়ে দ্বিমত পোষণ করছে।
রোববার রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আলী রীয়াজ এসব কথা বলেন। তিনি জানান, প্রথম ধাপের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। তবে কিছু বিষয় এখনো চূড়ান্ত নয়, সেগুলোর একটি স্বচ্ছ প্রতিবেদন জনগণের সামনে তুলে ধরা হবে।
কমিশনের সহ-সভাপতি আরও বলেন, জাতীয় সনদ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই চলমান প্রচেষ্টা। প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম চলছে এবং এর মধ্যে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে।
আলোচনাগুলোতে বিভিন্ন দিক উঠে এসেছে। কোনটি গণতান্ত্রিক সংস্কার, কোনটি প্রশাসনিক কিংবা নির্বাচনী প্রক্রিয়ার উন্নয়ন – এসব বিষয়ে মতভেদ থাকলেও একটি সংস্কার-ভিত্তিক ভবিষ্যতের দরজা খুলেছে বলে মনে করেন তিনি।
আলী রীয়াজ বলেন, মানুষের দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করছি। আমরা চাই এই সুযোগটি কাজে লাগিয়ে রাজনীতিকে নতুন পথ দেখাতে।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করলেই হবে না, বরং নাগরিক সমাজকেও যুক্ত করতে হবে। কারণ নাগরিক সমাজ ছাড়া সংস্কারের যে রূপরেখা তৈরি হবে, তা পুরোপুরি কার্যকর হবে না।
নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করেই রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব বলে মত দেন তিনি।
এদিকে আলোচনা সভার অন্যান্য বক্তারাও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবিশ্বাস, অনিশ্চয়তা ও সংঘাতময় পরিবেশ যে সংস্কার উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে, তা কাটিয়ে উঠতে হলে সকল পক্ষকে আন্তরিক হতে হবে।