প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৪৪
বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের প্রধান চারটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক জরুরি বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এই বার্তা দেন। বৈঠকে তারা নির্বাচনমুখী পরিবেশ তৈরিতে সরকারের সঙ্গে সহযোগিতার কথা জানিয়ে দেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, কাল থেকে যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে এবং এই বার্তা প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, বর্তমান বাস্তবতায় গণতন্ত্র রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই।
ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়েছি, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করবো। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি জরুরি। বৈঠকে চারটি দল থেকেই একই বার্তা এসেছে। তিনি আরও বলেন, সচিবালয় বারবার কেন আক্রান্ত হচ্ছে, তা তদন্তের দাবি জানিয়েছেন নেতারা এবং এ ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে একটি চক্র।
বিএনপির পক্ষ থেকে বৈঠক শেষে কোনো মন্তব্য না আসলেও উপস্থিত নেতারা ভেতরে সরকারের সঙ্গে নীতিগত সমর্থনের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এনসিপির নেতারাও বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে সরকারের পক্ষ থেকে পরে এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হতে পারে।
বৈঠকে অংশগ্রহণকারী দলগুলো প্রধান উপদেষ্টার কাছে দেশকে সংকট থেকে উত্তরণের লক্ষ্যে দলমত নির্বিশেষে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, যেখানেই রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা গণতন্ত্রবিরোধী আচরণ দেখা যাবে, সেখানেই সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সর্বশেষ পরিস্থিতিতে চারটি প্রভাবশালী দলের এই অবস্থান দেশে একটি সমঝোতা ও স্বস্তির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।