প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:২৮
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ছয়জন যাত্রী। বুধবার সকালে উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা, যা মুহূর্তেই স্তব্ধ করে দেয় চারপাশের পরিবেশ। নিহতদের মধ্যে পাঁচজনই নারী এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাস নাটোরের আইড়মারী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, মাইক্রোবাসটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় ছয়জনে। আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় আছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন এবং বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্ত ও পরিবারকে খুঁজে বের করতে প্রশাসন তৎপর রয়েছে। প্রত্যক্ষদর্শী এবং প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হয়ত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে চলে আসে।
এই দুর্ঘটনা আবারও মহাসড়কে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও সতর্কতার গুরুত্ব তুলে ধরেছে। স্থানীয়রা মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং স্পিড ব্রেকার বসানোর দাবি তুলেছেন।
একটি পরিবারের একসঙ্গে ছয়জন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যু পুরো জাতিকেই নাড়া দিয়েছে। এই শোক কখনোই পূরণ হবার নয়।