প্রকাশ: ৬ মে ২০২৫, ১৫:১১
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের দীর্ঘ ছুটি, যা দেশের কর্মজীবী সমাজে স্বস্তি ও আনন্দের বার্তা বয়ে এনেছে। তবে এই ছুটির মধ্যেও রয়েছে কিছু শর্ত। ঈদের ছুটি উপভোগ করতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগাম কাজের জন্য ১৭ মে ও ২৪ মে, এই দুই শনিবার অফিস করতে হবে।
মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ক্যাবিনেট সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ পাস হওয়ার পাশাপাশি ঈদের ছুটির বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ অথবা ৮ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে। সেই অনুযায়ী ছুটি শুরু হতে পারে ৫ বা ৬ জুন থেকে এবং চলবে টানা ১০ দিন। ফলে যারা গ্রামে যান বা দূরপাল্লার ভ্রমণে অংশ নেন, তারা এবার স্বাচ্ছন্দ্যেই যাতায়াত ও ঈদ উদযাপন করতে পারবেন।
অন্যদিকে, আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ মে থেকে শুরু হতে পারে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। প্রথম দিনে বিক্রি করা হবে ৩১ মে’র টিকিট এবং ধাপে ধাপে পরবর্তী ছয় দিন ১ জুন থেকে ৬ জুন পর্যন্তের টিকিট পাওয়া যাবে।
সরকারি ছুটির এমন সময়সূচি ঘোষণায় দেশের কর্মজীবী মানুষ যেমন খুশি, তেমনি জনগণের সার্বিক সেবা নিশ্চিত করতে অতিরিক্ত দায়িত্ব পালনেও অনেকেই প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া ঈদ উপলক্ষে নগর পরিবহন, লঞ্চ ও বাস সার্ভিসেও বিশেষ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিতে চলছে নানামুখী প্রস্তুতি।
এর আগে, সদ্য সমাপ্ত ঈদুল ফিতর উপলক্ষেও সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করেছিলেন। এবার তার থেকেও এক দিন বেশি ছুটি নিশ্চিত হওয়ায় এবারের ঈদুল আজহা আরও আনন্দঘন ও নির্বিঘ্ন হওয়ার আশা করছেন সাধারণ মানুষ।
সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তগুলো কর্মজীবী ও সাধারণ নাগরিকদের জন্য সুখবর হিসেবে ধরা দিয়েছে।