প্রকাশ: ৫ মে ২০২৫, ২০:২৩
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আগামী ৬ মে সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে সম্ভাব্য জনসমাগমের কারণে এই নির্দেশনা জারি করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, জনসাধারণ যেন রাস্তার ওপর না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান করে এবং দলীয় নেতাকর্মীরা যেন স্বেচ্ছাসেবকের মাধ্যমে তা নিশ্চিত করেন। এছাড়া বিকল্প রাস্তা ব্যবহারের জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে গুলশান ও বনানী থেকে বিমানবন্দরমুখী যানবাহন যেন কামারপাড়া, ধউর ব্রিজ, পঞ্চবটী, মিরপুর বেড়িবাঁধ হয়ে চলাচল করে, এমন পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতেও উৎসাহিত করা হয়েছে। উত্তরা ও মিরপুরবাসীকে মেট্রোরেলের মাধ্যমে বিকল্প যাত্রাপথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীদের জন্য মহাখালী র্যাম্প ব্যবহার করে এয়ারপোর্ট যেতে বলা হয়েছে।
ডিএমপির অনুরোধে সেনানিবাস কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালকা যানবাহনের জন্য জিয়া কলোনি ও স্টাফ রোডসহ সেনানিবাসের রাস্তাগুলো খুলে দেবে। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজি ও মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট গতিসীমা ও লেন অনুসরণ সাপেক্ষে চলাচলের অনুমতি দিয়েছে।
বাংলাদেশ রেলওয়ে আগামীকাল টঙ্গী, এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে ট্রেন থামাবে এবং কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে। হজযাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে অনুরোধ জানানো হয়েছে যাতে তারা যাত্রায় বিলম্ব না করেন।
সাবেক প্রধানমন্ত্রীর অভ্যর্থনায় অংশ নিতে ইচ্ছুকদের ব্যাগ, লাঠি বা যানবাহন বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই মোটরসাইকেল নিয়ে জনসমাগমে প্রবেশ করা যাবে না এবং গাড়িবহরে যুক্ত হওয়ার সুযোগ নেই। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ডিএমপি সকলের সহযোগিতা কামনা করেছে।