প্রকাশ: ৫ মে ২০২৫, ১৭:৪৬
সৌদি আরবে আরও বেশি দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুনরায় আগ্রহ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
ড. আসিফ নজরুল সৌদি আরবে আসন্ন ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ ও ফিফা বিশ্বকাপ ২০৩৪ উপলক্ষে মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে প্রশিক্ষিত কর্মী নিয়োগে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব মেগা ইভেন্ট বাস্তবায়নে দক্ষ জনশক্তির বড় চাহিদা তৈরি হবে, যা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ।
বৈঠকে উপদেষ্টা কর্মী নিয়োগের পূর্বে নিয়োগদাতার সক্ষমতা যাচাই, অনলাইনে চুক্তি স্বাক্ষর এবং কর্মীদের জন্য সৌদি শ্রম আইন, সংস্কৃতি ও নিরাপত্তা নিয়ে বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব দেন। এতে করে কর্মীরা দেশটিতে গিয়ে পেশাগত ও সামাজিকভাবে সহজেই খাপ খাইয়ে নিতে পারবেন।
বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সৌদি প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে ড. নজরুল বলেন, প্রয়োজনে কিছু টিটিসি শুধু সৌদিগামী কর্মীদের জন্য সংরক্ষিত রাখা হতে পারে। একই সঙ্গে সৌদিতে বাংলাদেশি প্রশিক্ষকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রস্তাবও দেন তিনি।
তিনি আরও জানান, বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের নির্মাণ, সেবা ও শিল্পখাতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। তাই নতুন করে আরও কর্মী পাঠাতে দুদেশের মধ্যে সমন্বয় আরও বাড়ানো দরকার।
এ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেনসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
ড. নজরুল বলেন, অনিবন্ধিত অভিবাসী কর্মীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি কমাতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। তিনি টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষা ও শিল্পের মধ্যে আরও সংযোগ স্থাপন এবং শ্রমিকদের কল্যাণে অগ্রাধিকার দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে তিনি আগামী ৮-৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় যৌথ কমিশন সভার ব্যাপারে সৌদি মন্ত্রীকে অবহিত করেন এবং সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।