জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর আদায়ের আওতা বাড়াতে নতুন কৌশল নিচ্ছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, টিআইএন থাকা সত্ত্বেও যারা নিয়মিত রিটার্ন জমা দেন না, তাদের ওপর বিশেষ নজর দেওয়া হবে।
রোববার (৪ মে) রাজধানীর বনানীতে এক সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, "নন-ফাইলার ও রিবেটারদের কাছ থেকে কর আদায় বাড়ানোর নির্দেশনা দেওয়া হবে। প্রতিটি কমিশনারেটকে এ বিষয়ে বিশেষ লক্ষ্যমাত্রা দেওয়া হবে।"
তিনি জানান, বর্তমানে এনবিআরের ৯২ শতাংশ রাজস্ব স্বয়ংক্রিয়ভাবে টিডিএসের মাধ্যমে আসে। কর্মকর্তারা সরাসরি মাত্র ৮ শতাংশ আদায় করেন। এই ব্যবস্থায় কর কর্মকর্তাদের দক্ষতা যাচাই করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
এনবিআর প্রধান আরও বলেন, "সরকারের ঋণের বোঝা বাড়ছে। এ অবস্থায় অতিরিক্ত কর অব্যাহতি দিয়ে টিকে থাকা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে ছাড় দেওয়া হয়নি।"
তিনি জানান, নতুন কর নীতিতে করছাড় দেওয়ার সক্ষমতা সংসদের হাতে রাখা হবে। এ বিষয়ে একটি নতুন কাঠামো প্রণয়নের কাজ চলছে।
সেমিনারে বক্তারা বলেন, কর আদায় বাড়াতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। করদাতাদের সেবার মান বাড়ালে স্বেচ্ছায় কর দিতে আগ্রহী হবেন তারা।
এফআইসিসিআই, আইসিএবি ও জেবিসিসিআই যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা কর সংস্কারের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এনবিআর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। এই লক্ষ্য অর্জনে নতুন এই কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কর কর্তৃপক্ষ।