বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশে লোডশেডিং কমানোর সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তবে পরিস্থিতি অনুযায়ী যদি বিদ্যুৎ বিভ্রাট হয়, তা প্রথমে ঢাকা শহরে এবং পরে দেশের অন্য এলাকায় কার্যকর হবে। আগের মতো শুধু গ্রামাঞ্চলেই লোডশেডিং হবে—এমনটি আর দেখা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। একটি হলো উৎপাদন সংকটে নির্ধারিত সময়ের জন্য লাইন বন্ধ করা, অন্যটি হলো ঝড়-বৃষ্টি কিংবা দুর্ঘটনাজনিত কারণে লাইনে ত্রুটি।
তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নির্ভর করে বিভিন্ন বিষয়ে। রমজানের সময় যেভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হয়েছিল, গ্রীষ্মে তা পুরোপুরি সম্ভব নাও হতে পারে। তবে চেষ্টা থাকবে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের। তিনি জানান, তাপমাত্রা বাড়লে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এজন্য এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখার পরামর্শ দেন তিনি।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এবারের বর্ষায় আগের তুলনায় জলাবদ্ধতা কিছুটা কমবে বলে আশাবাদী সরকার। তবে জনগণের অসচেতনতা পরিস্থিতি আরও খারাপ করছে। খাল ও নালায় ময়লা ফেলার প্রবণতা এখনো কমেনি। এজন্য আগামীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। তবে কাজ শেষের পরও জনগণ ময়লা-আবর্জনা ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালানো হবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রসঙ্গে তিনি বলেন, এই সড়ক ছয় লেনে উন্নীত করা হবে। এজন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দিতে কিছুটা সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে দুই-তিন বছরের মধ্যে কাজ শেষ হবে বলে জানান তিনি।
সড়ক দুর্ঘটনা রোধে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় রাস্তা প্রশস্ত করা, সতর্কতামূলক সাইন পোস্ট বসানো এবং চালকদের সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রেলওয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রেলের সবচেয়ে বড় শত্রু রেলের কর্মীরাই। কারণ অন্য সংস্থাগুলো রেলওয়ের জমিতে কাজ করতে চাইলে রেল বাধা দেয়। এখন থেকে এ ধরনের আচরণ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।