গোয়ালন্দে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৬ অপরাহ্ন
গোয়ালন্দে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫

রাজবাড়ী গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে ২৪৫ পিস ইয়াবা সহ ৫ মাদককারবারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।


থানা পুলিশ সূত্রে জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় থেকে ২০০ পিস ইয়াবা সহ দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া এলাকার আবুল কাশেম সরদারের ছেলে মোঃ রমজান সরদার (২৮) ও নতুন পাড়া এলাকার মোঃ আঃ রহমান শেখ এর 

মোঃ আমির হামজা শেখ (২৫)। 


অপরদিকে একই দিনে বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের দুলাল বেপারী পাড়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার রাজ্জাক বেপারীর ডাঙ্গী এলাকার মো. চাঁন খান এর ছেলে মোঃ সাইদুর খান (৩২), একই থানার লাল খাঁর ডাঙ্গী এলাকার মো. হোসেন শিকদারের ছেলে মোঃ রাসেল শিকদার (৩৩) ও ওছিমুদ্দিন বেপারীর ডাঙ্গী এলাকার মোঃ ইউনুচ মোল্লার ছেলে মোঃ মুসলিম মোল্লা (৩৫) কে গ্রেফতার করা হয়। 


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে উপজেলার দৌৱতদিয়া দুটি এলাকা থেকে উক্ত আসামীদেরকে ২৪৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। 


এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যে পৃথক পৃথক মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।