জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আবারও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সেখানে ভর্তি করা হয়।
জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার দলীয় চেয়ারম্যানের খোঁজ নিতে রাতেই সিএমএইচে দেখতে যান এবং দেশবাসী ও দলীয় সকল নেতাকর্মীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
এরশাদের সহকারী ছাত্তার জানান, গতরাতে স্যার (এরশাদ) খারাপ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।