কুমিল্লার লাকসামে ডোবার পানিতে ডুবে আবু বোরহান ও আবু রায়হান নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পশ্চিমগাঁও সোয়াছয়আনী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই সহোদর পশ্চিমগাঁও সোয়াছয়আনী জামে মসজিদের খতিব মাজহারুল ইসলামের সন্তান।স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে দুই সহোদর বাড়ির উঠানে খেলা করছিল। সকলের অগোচরে শিশু দুটি ডোবার পানিতে পড়ে যায়। শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে তাদের মা। পাশ্ববর্তী ডোবার পাশে তাদের সেন্ডেল দেখতে পেয়ে পানিতে নেমে খুঁজলে উভয়ের মরদেহ ভেসে উঠে। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।