
প্রকাশ: ১৭ জুন ২০১৯, ৩:১২

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ইসি তার দায়িত্ব পালন করবে। শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সোমবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দুটি উপজেলায় নির্বাচনী অনিয়ম হওয়ায় ইসি উদ্বিগ্ন কিনা— এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সহিংসতার কারণে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কিন্তু, তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর অন্য একটি উপজেলায় অনিয়মের প্রমাণ মেলায় স্থানীয় প্রশাসনকে বদলি করা হয়েছে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব