
আজ দুপুর ৩:৩০টায় রুপগঞ্জের ভোলাবো ইউনিয়নের ছনপাড়া রোডের গুতুলিয়ায় প্রাইভেটকার একটি মটর সাইকেলকে ধাক্কা দিতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারের মালিক সহ দুইজন আহত হয়,এবংং গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।আহতদের ভূলতা, গাউছিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় একটি মটর সাইকেল চালক পেছন থেকে এসে প্রাইভেটকারের বাপ পাশের লুকিং গ্লাস ভেঙে দেয় তাই মটর সাইকেল চালককে ধাওয়া করতে গিয়ে প্রাইভেট কারটি পাশের খাদে পড়ে যায়। আর এতে প্রাইভেট কার চালক(মালিক) সহ দুইজন গুরুতর আহত হয়। পরিবার সহ তারা ড্রিম হলিউডে পার্কে বেড়াতে যাচ্ছিলেন।প্রাইভেট কারের চালক ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্ট্যাওয়ার্ড (সাদমান সৌমিক আকাশ)।
ইনিউজ ৭১/এম.আর
