বরিশালের হিজলা উপজেলার কোস্টগার্ড এবং উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করা হয় । কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার ( সিসি) মোঃ মঈন এবং মৎস্য অফিসার শেখর চন্দ্র সোম জানান, ১৪ জুন শুক্রবার তাদের যৌথ অভিযান কালে ধুলখোলার মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় জেলেদের কাছে গেলে, জেলেরা তাদের উপর ঢিল নিক্ষেপ করে। পরে জেলেদের ধাওয়া করে বিকেল সাড়ে ৪ টার দিকে হিজলার বাউশিয়া গ্রামের মোঃ বিল্লাল (২৮), মাসুদ (২২) এবং রাকিব (১৭) নামে তিন জেলেকে আটক করা হয় । হিজলা উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম এর আদালতে জেলেরা তাদের দোষ স্বীকার করে। সরকারি কাজে বাধা প্রদানের কারণে মৎস্য আইন ১৮৬০ এর(১৮৬)ধারায় বিল্লাল এবং মাসুদকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত । অপর দিকে রাকিবের বয়স বিবেচনা করে জরিমানা করা হয়েছে ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।