তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে পাঙ্গাস পোনা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২২শে জুন ২০১৯ ০৮:০৮ অপরাহ্ন
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে পাঙ্গাস পোনা আটক

ভোলার তজুমদ্দিনের কোস্টগাড সদস্যরা এমভি ফারহান-৪ লঞ্চে অভিযান চালিয়ে পাঁচশত কেজি পাঙ্গাস মাছের পোনা আটক করেছে। পরে তা এতিমখানা ও গরীবের মাঝে বিতরন করে দেয়া হয়।

তজুমদ্দিন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল হক জানান, শনিবার (২২ জুন) বেলা ৩ টা ১৫ মিনিটের সময় হাতিয়া টু ঢাকা রুটে তজুমদ্দিনের চৌমহনী ঘাট এলাকায় এমভি ফারহান-৪ লে  অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই ঝুড়িতে মনপুরা থেকে আসা প্রায় পাঁচশত কেজি পাঙ্গাস মাছের পোনা আটক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল হক জানান, লঞ্চ থেকে আটককৃত পাঙ্গাস মাছের পোনা বিকালে শশীগঞ্জ ঘাটে এনে এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিলি করা হয়েছে। শশীগঞ্জ মৎস্য আড়তদার সমিতির সভাপতি মোঃ আবুল হাশেম মহাজন বলেন, একটা নদীর পাঙ্গাস মাছ বড় হলে ২৫/৩০ কেজি ওজন হয়। যার বাজার মূল্য পনের থেকে বিশ হাজার টাকা। অথচ এই মাছগুলো পোনা থাকতেই ধ্বংস করা হয়।

 ইনিউজ ৭১/টি.টি. রাকিব