
প্রকাশ: ১৯ জুন ২০১৯, ২:১৪

কুমিল্লায় ১১ বছরের এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ সোহেল (২৪) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। ওই শিশুর মাকেও ধর্ষকের প্রবাসী বড়ভাই ধর্ষণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) নাফিজ আহমেদ একদল পুলিশ নিয়ে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে প্রেফতারপূর্বক থানায় নিয়ে আসে। ধর্ষক মোঃ সোহেল মোহাম্মদপুর (ডাবপার) গ্রামের সাফিকুল ইসলামের পুত্র, পেশায় সে সিএনজি চালিত অটোরিক্সা চালক। পুলিশ ও স্থানীয়রা জানান, মোহাম্মদপুর (ডাবপার) গ্রামের সাফিকুল ইসলামের পুত্র মেঃ সোহেল ভিক্টিম শিশুটিকে হত্যার হুমকি ও নানাভাবে ভীতিপ্রদর্শনে প্রায় দেড় বছর ধরে নিয়মিত ধর্ষণ করে আসছে।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব