বরগুনায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৬ই জুন ২০১৯ ০৪:২৮ অপরাহ্ন
বরগুনায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মুল শক্তি” এ প্রতিপাদ্য নিয়ে বরগুনায় শুরু হয়েছে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড। রবিবার (১৬ জুন) সকালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় জেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী এ মেলাটির উদ্বোধন করেন, বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।

অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ মারুফ হোসেন বিপিএম, পুলিশ সুপার বরগুনা। বরগুনা সদর উপজেলা চেয়াম্যান মনিরুল ইসলাম মনির । সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ , টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা সদর ইউএনও আনিচুর রহমান সহ আরো অনেকেই। আলোচনা শেষে অতিথিবৃন্দরা মেলা অংশগ্রহনকারী সকল স্টল পরিদর্শন করেন। রবিবার থেকে শুরু হওয়া এ মেলাটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এবারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ টি স্টল স্থান পেয়েছে মেলায়।

ইনিউজ ৭১/এম.আর