লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝোলাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে দহগ্রামের সরকারপাড়া এলাকার ৮ নম্বর পিলারের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। বিএসএফের এমন কর্মকাণ্ডে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভারতের কোচবিহার রাজ্যের করুণ ক্যাম্পের অন্তর্গত বিএসএফ সদস্যরা ৮ থেকে ১০ ইঞ্চি মাপের কাচের খালি বোতল কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দিচ্ছেন। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের ৮ নম্বর পিলারের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তারা এই কাজ চালান। বিজিবির বাধা সত্ত্বেও তারা বোতল ঝোলানো অব্যাহত রাখে।
সরকারপাড়া এলাকার কৃষক মনিরুজ্জামান জানান, কাঁটাতারের বেড়া স্থাপনের পর থেকেই বিএসএফের টহল বেড়েছে। মদের বোতল ঝোলানোর মতো কর্মকাণ্ডে আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, "আমরা এ অঞ্চলে নির্ভয়ে কৃষিকাজ করতে চাই। বিজিবি ক্যাম্প স্থাপন ও টহল বাড়ানো হলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে।"
৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন জানিয়েছেন, বিএসএফ তাদের কাঁটাতারের বেড়াকে সুরক্ষিত রাখতে মদের বোতল ঝুলিয়েছে। এটি একটি প্রতিরক্ষামূলক পদ্ধতি বলে তাদের দাবি। এমন কর্মকাণ্ডের উদ্দেশ্য রাতে কেউ বেড়া সরানোর চেষ্টা করলে তা শনাক্ত করা।
বিএসএফের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন বলেই মনে করছেন স্থানীয়রা। সীমান্তের নিকটবর্তী গ্রামবাসীরা বিজিবির উপস্থিতি আরও জোরদার করার দাবি জানিয়েছেন। বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা মনে করছেন, কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝোলানো পারস্পরিক আস্থা ও শান্তি বিঘ্নিত করতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।