প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার আড়িয়াল খাঁ নদীর নতুনচর ভাটবালী গ্রামের কাছ থেকে অবৈধভাবে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছেন মোঃ শামীম মোল্লা নামের এক প্রভাবশালী ব্যাক্তি। তবে সে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথীর প্রভাব খাটিয়ে এ বালু উত্তোলন করে আসছেন বলে অসহায় ভূক্তভোগী কৃষকেরা জানায়। এভাবে বালু উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে ওই এলাকার শত শত একর ফসলী জমি ও বসতবাড়ি। স্থানীয় প্রভাবশালী অসাধুভাবে বালু উত্তোলনের ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে শামীম মোল্লা। এতে করে এলাকাবাসীর ক্ষতির আশঙ্কায় এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। এদিকে বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বির“দ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা এলাকার সাধারন জনগন।
জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী এলাকার আড়িয়াল খাঁ নদীর নতুনচর ভাটবালী গ্রামের খেয়া ঘাট নামকস্থান থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথীর ভাতিজা স্থানীয় প্রভাবশালী শামীম মোল্লা। এলাকাবাসী জানায়, শামীম পেশী শক্তি ব্যাবহার করে প্রতিদিন প্রভাব খাটিয়ে ড্রেজার মেশিন দিয়ে দেদারচে বালু উত্তোলন করছে। আর এসব বালু বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তিনি। অন্যদিকে বালু উত্তোলনের ফলে নদীর দুই পারের প্রায় কয়েক একর ফসলি জমি নদী গর্বে বিলীন হয়ে গেছে। এবং এ গ্রামের শতাধীক মানুষ তাদের বসতবাড়ি নিয়ে ঝুঁকিতে রয়েছে। নদীর পাড় এলাকার ফলে ইতোমধ্যে রাস্তার পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। হুমকির মুখে পড়েছে ওইসব এলাকার বাজার ঘাট।
ভূক্তভোগী কৃষক হারুন আকন, আমিনউদ্দিন আকন, হিরোন নেছাসহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে জানান, বালু উত্তোলনের ফলে তাদের ফসলী জমি ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেছে। শামীম মোল্লা উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথীর প্রভাব খাটিয়ে এ বালু উত্তোলন করে আসছেন। তাই তারা প্রভাবশালী হওয়ায় আমরা তাদের বির“দ্ধে কথা বলতে পারছিনা। এবংকি শামীম ও তার বাবা মোক্তার মোল্লা এ এলাকার অনেকের জমিও দখল করে নিয়েছে। আমরা প্রশাসনের সহযোগীতা কামনা করি।
নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি। অভিযুক্ত অবৈধ বালু ব্যবসায়ী শামীম মোল্লা বলেন, আমি প্রশাসন ম্যানেজ করে বালু উত্তোলন করছি। এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, বালু ব্যবসায়ীদের বির“দ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।