ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক সুপ্রদিপ হালদারকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সুপ্রদিপ হালদার ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার থোয়ারা ঘোষপাড়া গ্রামের সুভাষ হালদারের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুরের কুসুমপুর বিজিবির সদস্যরা সীমান্ত পিলার-৬১/২০-আর এর ২০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান নিয়ে টহল দিচ্ছিলেন। এই সময় ভারতীয় নাগরিক সুপ্রদিপ হালদার একটি গোলাপ বাগান দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি সদস্যরা তাকে আটক করে এবং তার বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৫২ এর আওতায় মামলা দায়ের করেছে।
এদিকে, একই দিনে মহেশপুর-জীবননগর সীমান্তের মাধবখালী গ্রাম থেকে ১৯টি বস্তায় ৬৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। চোরাকারবারীরা এসব ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। তবে, বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে তারা হাসুয়া নিয়ে বিজিবি সদস্যদের দিকে এগিয়ে আসে, এর পর বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি চালায়। পরে চোরাকারবারীরা পালিয়ে গেলে বিজিবি উদ্ধারকৃত ফেনসিডিল বাংলাদেশে আনা এবং বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করছে।
ফেনসিডিলের উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় দুই লাখ ৬৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। বিজিবি সুত্রে জানা যায়, সীমান্তে মাদক চোরাচালান ও অপরাধমূলক কার্যকলাপ রোধে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।