
প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ১৭:০

পিরোজপুরে কাউখালীতে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালিত। রবিবার সকাল ৮টায় মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের পর পর আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শিশু সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকটে আব্দুস শহীদ, সহ সভাপতি শাহ মোঃ কাইয়ুম।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ড, ইউপি চেয়ারম্যান শেখ সামছুদ্দোহা চাঁন, ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন, মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দার, সাধারণ সম্পাদক শাহিদা হক, শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্তরের জনগন। অন্যান্য কর্মসূচির ভিতরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা এবং বঙ্গবন্ধুর তথ্যচিত্র নিয়ে ৬টি স্টল দেয়া হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
