ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনের স্থানকে নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরুল হক নুরের নামে ফের ’নুর চত্বর’ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলানো হয়েছে। আজ বুধবার সকালে সেখানে নুর চত্বর লেখা একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। এই স্থানে ২০১৮ সালের ৩০ জুন কোটা সংস্কার আন্দোলনের সময় সংবাদ সম্মেলন করতে এলে নুরের উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করা হয়।
পরবর্তীতে সে স্থানকে ’নুর চত্বর’ ঘোষণা দিয়ে গাছে একটি সাইনবোর্ড লাগায় ’বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। পরে সেই সাইনবোর্ড কে বা কারা খুলে ফেলে। গত ১১ মার্চ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।