বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর এলাকার মানুষের ঘরে বিদ্যুতের আলো পৌছে দিলেন, বরিশাল--৪ আসনের এমপি পংকজ নাথ । উপজেলা থেকে বিচ্ছিন্ন দূর্গম এক জনপদের নাম বদরপুর। এলাকাটির চারিদিকে নদী বেষ্টিত বিচ্ছিন্ন স্বপ্নহীন মানুষের মাঝে ৩ এপ্রিল বুধবার বিকেলে ১৭ কিলোমিটার বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করেন এমপি। বদরপুর, কৃষ্ণপুর, আবুপুর এবং গঙ্গাপুরের ৭৫৩ ঘরে প্রথম পর্যায়ে বিদ্যুৎ জ্বলবে।
এলাকার সাধারণ মানুষের সাথে আলাপ কালে, তারা ইনিউজ৭১ কে জানান, আমরা স্বপ্নেও ভাবিনি আমাদের এই প্রত্যন্ত চরাঞ্চলের মানুষ বিদ্যুতের আলো জ্বালাবো এবং ফ্যান চালাবো! এর সবকিছু সম্ভব হয়েছে এমপি পংকজ নাথ'র জন্য। আমরা এলাকাবাসী তার কাছে ঋণী। বিদ্যুৎ লাইনের উদ্বোধনের আগে ফয়েজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উক্ত প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ লুৎফর রহমান তালুকদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, পুরুষ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।