ফাঁসি নিয়ে কেউ যেন আর আমাদেরকে সবক দিতে না আসে

নিজস্ব প্রতিবেদক
ফেসবুক থেকে প্রাপ্ত
প্রকাশিত: শনিবার ১৬ই মার্চ ২০১৯ ০২:২৯ অপরাহ্ন
ফাঁসি নিয়ে কেউ যেন আর আমাদেরকে সবক দিতে না আসে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাবধান করে দিয়ে বলেছেন, অপরাধীর সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি বা মৃত্যুদণ্ড নিয়ে বাংলাদেশ সরকারকে কেউ যেন আর কোনো শিক্ষা বা পরামর্শ দিতে না আসে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হওয়া ভয়াবহ হামলা ও সেই দেশে হত্যার সর্বোচ্চ শাস্তি প্রসঙ্গে এ কথা বলেছেন তিনি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে শাহরিয়ার আলম সন্দেহভাজন হামলাকারী ব্রেনটর ট্যারান্টের প্রসঙ্গ উল্লেখ করে বলেন: “ব্রেভ্রিক তার আদর্শ, কারণ ৭০ জন মানুষকে হত্যা করে ‘মানসিক’ রোগী হিসেবে ৪ বছর জেল খাটার পর সেই খুনি মুক্ত!

যে দেশে নাগরিকদের তিনজনের জন্য একটা করে আধুনিক বন্দুক আছে সেই দেশেও ২০০৭ সালে ফাঁসি নিষিদ্ধ করা হয়েছে। আর যে দেশের নাগরিক সে, সেই দেশে ফাঁসি নিষিদ্ধ করা হয়েছে ১৯৭৩ সালে। অন্য দেশের সন্ত্রাসীদের মতো তার আত্মঘাতী হবার প্রয়োজন নেই, কারণ ধরা পড়ার পরে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে কয়েক বছরের জেল। পৃথিবীতে এমন কোনো চিকিৎসা নেই বা ব্যবস্থা নেই যেখানে এই রকম মানুষকে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ‘সুস্থ’ বা ‘সঠিক’ করে তোলা যেতে পারে। ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি নিয়ে কেউ যেন আর আমাদেরকে সবক দিতে না আসে।”


শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে হামলা চালায় বন্দুকধারী। ওই হামলায় তিন বাংলাদেশিসহ নিহত হন ৪৯ জন। এছাড়া আহত হন আরো ৪৮ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। হামলা হওয়া মসজিদে জুমআর নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ এ হামলা চালানো ব্রেনটন ট্যারান্টকে ইতোমধ্যে রিমান্ডে পাঠিয়েছেন দেশটির একটি আদালত।

স্থানীয় সময় শনিবার আটাশ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ নাগরিককে জেলখানার সাদা পোশাক ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। সেখানেই আদালত তাকে জামিন অযোগ্য পুলিশি হেফাজতে রিমান্ডের আদেশ দেন। ৫ এপ্রিল ট্যারান্টকে আবারও আদালতে হাজিরার তারিখ দেয়া হয়েছে। ততদিন তিনি পুলিশের হেফাজতেই থাকবেন। বন্দুক হামলায় দু’টি মসজিদের ৪৯ জনকে হত্যা করলেও প্রথমে হামলাকারীর বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের অভিযোগ এনে তাকে আদালতে হাজির করা হয়। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন।

ইনিউজ ৭১/এম.আর