
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ২০:২৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাবধান করে দিয়ে বলেছেন, অপরাধীর সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি বা মৃত্যুদণ্ড নিয়ে বাংলাদেশ সরকারকে কেউ যেন আর কোনো শিক্ষা বা পরামর্শ দিতে না আসে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হওয়া ভয়াবহ হামলা ও সেই দেশে হত্যার সর্বোচ্চ শাস্তি প্রসঙ্গে এ কথা বলেছেন তিনি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে শাহরিয়ার আলম সন্দেহভাজন হামলাকারী ব্রেনটর ট্যারান্টের প্রসঙ্গ উল্লেখ করে বলেন: “ব্রেভ্রিক তার আদর্শ, কারণ ৭০ জন মানুষকে হত্যা করে ‘মানসিক’ রোগী হিসেবে ৪ বছর জেল খাটার পর সেই খুনি মুক্ত!

ইনিউজ ৭১/এম.আর