গুলি ছুড়ে ভারতীয় দুর্বৃত্তদের প্রতিহত করল বিজিবি, পাচার হওয়া কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২০শে ডিসেম্বর ২০২৪ ০৬:৫১ অপরাহ্ন
গুলি ছুড়ে ভারতীয় দুর্বৃত্তদের প্রতিহত করল বিজিবি, পাচার হওয়া কিশোরী উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানবপাচারের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিন বাংলাদেশি মানবপাচারকারী দালালকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, বিকাল ৫টার দিকে কুমিল্লাপাড়া এলাকায় ৭-৮ জনের একটি পাচারকারী দল আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে পাচারকারী দলের কয়েকজন ভারতীয় সীমান্তের ভেতরে পালিয়ে যায়। ধাওয়া করে বিজিবি সদস্যরা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের শিউলী খাতুনসহ ৪ জনকে আটক করে।


এ সময় তিন থেকে চারজন ভারতীয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের আক্রমণ করতে উদ্যত হলে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। এতে মানবপাচারকারী দালালরা পালিয়ে যায়। পরে শিউলী খাতুনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাকে ভারতের কলকাতায় পাঠানো হয়েছিল।


শিউলী আরও জানায়, কলকাতায় পৌঁছানোর পর সেখানে আরও কয়েকজন বাংলাদেশি কিশোরীর সঙ্গে তার পরিচয় হয়। তাদের সবাইকে মুম্বাইয়ে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে মুম্বাই যেতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অসুস্থ হয়ে পড়লে শিউলীর অভিভাবকের সঙ্গে ভারতীয় দালালরা যোগাযোগ করে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ৪০ হাজার টাকা দাবি করে।


বিজিবি আরও জানায়, পাচারকারী দালালদের মধ্যে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান (৩১), রুবেল (৩২), এবং হৃদয় হোসেন (২৯)-কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শিউলী খাতুনকে উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।