হাটি হাটি পা পা করে এক দশকে পদার্পন করলো সকলের প্রিয় গণমাধ্যম ইনিউজ৭১। ২০১৪ সালে যাত্রা শুরু করেছিলাম একটি স্বপ্ন নিয়ে—গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা দিনরাত পরিশ্রম করে চলেছি।
গত ১০ বছরে আমাদের একমাত্র লক্ষ্য ছিল একটি নিরপেক্ষ, সৎ এবং সাহসী গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করা। আমরা বিশ্বাস করি, সংবাদপত্র বা গণমাধ্যম শুধু তথ্যের বাহক নয়, এটি একটি আন্দোলন—গণমানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাজের উন্নয়নের সঙ্গী।
এই যাত্রায় আমরা কখনোই পিছপা হইনি। নানা চ্যালেঞ্জ, বাধা, প্রতিকূলতা সত্ত্বেও ইনিউজ৭১ সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। অপরাধ, দুর্নীতি, অনিয়ম, বা অন্যায়ের বিরুদ্ধে সরব থেকেছি; আবার ভালোবাসা, মানবতা এবং উন্নয়নের গল্পও তুলে ধরেছি।
আমাদের ভিশন ও মিশন:
• একটি সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং সাহসী গণমাধ্যম হিসেবে গণমানুষের আস্থা অর্জন।
• সংবাদ পরিবেশনে প্রাধান্য দেওয়া সমাজের উপেক্ষিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর।
• প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে গণমাধ্যমকে মানুষের আরো কাছে পৌঁছে দেওয়া।
• তরুণ প্রজন্মকে উৎসাহিত করা সৃজনশীল এবং ইতিবাচক পরিবর্তনে।
ইনিউজ৭১-এর সাফল্য:
এই ১০ বছরে আমরা গণমানুষের ভালবাসায় সিক্ত হয়েছি। আমাদের পাঠক, দর্শক এবং সমর্থকদের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। আজ আমাদের নেটওয়ার্ক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রবাসে বসবাসরত লাখ লাখ বাঙালির কাছে পৌঁছে গেছে।
এটি শুধু আমাদের নয়, সকল পাঠক, লেখক, সাংবাদিক, এবং শুভাকাঙ্ক্ষীদের অর্জন। এই যাত্রা আপনাদের সঙ্গে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে চাই।
আপনাদের পাশে নিয়ে এগিয়ে চলার প্রতিশ্রুতি:
১০ বছর পেরিয়ে আজ আমরা আরও বেশি অনুপ্রাণিত। গণমানুষের এই গণমাধ্যমকে এগিয়ে নিতে আমাদের চেষ্টায় কোনো কমতি থাকবে না। সত্য ও ন্যায়ের পথে অটুট থেকে আমরা আপনাদের সঙ্গী হয়ে থাকব।
আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের অনুপ্রেরণা। আমাদের সাফল্যের গল্প আপনাদের সঙ্গেই জড়িয়ে আছে।
ইনিউজ৭১-এর পক্ষ থেকে সকল পাঠক, সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
ইনিউজ৭১: গণমানুষের গণমাধ্যম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।