কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে খাদ্য ও ব্যবহার্য সামগ্রী দিয়ে গেল তুরস্কের বাংলাদেশস্থ এ্যাম্বাসেডর ডেভরিম ওজতুর্ক। শনিবার (মার্চ) তিনি নিজ হাতে রোহিঙ্গাদের মাঝে খাবার ও হাইজনিক সামগ্রী বিতরণ করেন। পরিদর্শন করেন আফাদ হাসপাতাল। ক্যাম্প পরিদর্শন শেষে ডিনায়েট ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তুর্কি এ্যাম্বাসেডর।
এ সময় তার সঙ্গে ছিলেন- তুর্কি সংস্থা টিকার কোঅর্ডিনেটর ডাক্তার ইসমাঈল গুন্দুগুদো, ডেপুটি কোঅর্ডিনেটর ইমরাহ ও ডিনায়েট ফাউন্ডেশনের বাংলাদেশ অফিস প্রধান মো. আবদুল্লাহ।
শুক্রবার তুর্কি টিম কক্সবাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে যান। শনিবার বিকালে কক্সবাজার বিমানবন্দরে তাদের বিদায় সম্বর্ধনা জানান জেকে ট্রেড ইন্টারন্যাশনালের এমডি জয়নাল আবেদীন। তিনি তুর্কি এ টিমের সার্বিক সহযোগিতায় সব সময় পাশে ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।