রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে মার্চ ২০১৯ ০২:০২ অপরাহ্ন
রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' ২ যুবক নিহত

রাজধানীর আফতাব নগরে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. সাহজাহান সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধে নিহত দুই জন টারজান বাহিনীর শীর্ষ সন্ত্রাসী বলে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।’ এরপর দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া ঘটনাস্থল থেকে আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ মেরুল বাড্ডায় জুলহাস হোসেন মোল্লা নামে এক যুবককে রাত ৯টার দিকে গুলি করে হত্যা করে টারজান বাহিনীর সন্ত্রাসীরা। অভিযোগ ছিল, জুলহাস মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। কমিশন না পেয়ে টারজান বাহিনীর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

জুলহাসের স্ত্রী জিমি আক্তার পুলিশের কাছে অভিযোগ করেছিল, টারজান মনির ও তার সহযোগীরা মিলে জুলহাসকে গুলি করে হত্যা করেছে। গোয়েন্দা পুলিশের ধারণা, টারজান বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী শাহ আলী ওরফে শাহেনশাহ বাড্ডার আফতাব নগরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এরপরেও তাদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিতের জন্য কাজ করা হচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর