
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ২০:২

রাজধানীর আফতাব নগরে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. সাহজাহান সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধে নিহত দুই জন টারজান বাহিনীর শীর্ষ সন্ত্রাসী বলে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।’ এরপর দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

ইনিউজ ৭১/এম.আর