বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) তাদের নবীন সহযোগী সদস্যদের বরণ, আলোচনা সভা এবং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
অনুষ্ঠানে ড. শুচিতা শরমিন বলেন, “সমাজ পরিবর্তনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সাংবাদিকতা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, বিআরটিএ-এর বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান এবং বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ইমরান হোসেন। তিনি বলেন, “নবীন সাংবাদিকরা ভবিষ্যতে পরিপূর্ণ সাংবাদিক হিসেবে নিজেদের উপস্থাপন করবে বলে আমি আশাবাদী।”
সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও আয়োজনে সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ, এম জসীম উদ্দীন, অপূর্ব অপু ও বিপ্লব রায় উপস্থিত ছিলেন।
ববিসাসের সভাপতি মো. জাকির হোসেন বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি হাঁটি হাঁটি পা পা করে ছয় বছরে পদার্পণ করেছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিতে অটুট থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপান্তরিত করা।”
উল্লেখ্য, ২০১৯ সালের ৩ অক্টোবর “বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূল প্রবাদ” শ্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।