রাজনৈতিক দলগুলোকে ‘৫৩ বছর’ পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শুক্রবার ১৩ই ডিসেম্বর ২০২৪ ০৪:৫৭ অপরাহ্ন
রাজনৈতিক দলগুলোকে ‘৫৩ বছর’ পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত ৫৩ বছরে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব না হলে এখন সেই প্রশ্ন তাদেরকেই দিতে হবে। তার মতে, যদি পরিবর্তন সম্ভব না হয়, তবে এত বছর পর তা কেন হয়নি, সে জবাব রাজনৈতিক দলগুলোর দিক থেকে আসা উচিত।


শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রিজওয়ানা হাসান এসব মন্তব্য করেন। তিনি শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন। সেখানে তিনি পরিবেশের সুরক্ষা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে কথা বলেন। 


সেই সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে। রিজওয়ানা হাসান আরও জানান, শব্দদূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে মানুষ বিশেষত শহরাঞ্চলে নানা শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া খুবই জরুরি বলে তিনি উল্লেখ করেন। 


ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপড়েন দেখা দিয়েছিল, তবে উভয় দেশের স্বার্থের কথা মাথায় রেখে সেই সমস্যাগুলো সমাধান করতে হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গিয়ে বাংলাদেশের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ করে গণ-অভ্যুত্থান, এড়িয়ে যাওয়া সম্ভব নয়। 


এদিকে, শব্দদূষণ নিয়ন্ত্রণে উদ্যোগের মাধ্যমে গাড়িচালকদের আরও সচেতন করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তিনি জানান, গাড়িচালকদের জন্য পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা পরিবেশবান্ধবভাবে চলাচল করতে সক্ষম হন।


এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের পরিবেশে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন রিজওয়ানা হাসান।