কুমিল্লার দেবীদ্বারে স্ত্রীর সাথে দ্বন্দ্বে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বুধবার (১৪মে) দিবাগত রাত ২ টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর কোরেরপার চৌধুরী বাড়িতে।
বৃহস্পতিবার (১৫মে) সকাল ১১টায় নিহত হোসেন (৪০) এর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ এবং দুপুরে ময়নাতদন্তের জন্য কুমেক মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত হোসেন (৪০) কোরেরপার এলাকার মৃত মোহাব্বত আলীর পুত্র এবং সে ৪ সন্তানের জনক। পেশায় একজন হোটেল ব্যাবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। কালিকাপুর বাস স্টেশনে ছোট একটি হোটেলে স্বামী দু'জন মিলেই পরিচালনা করতেন। কিছুদিন পূর্বে তাদের মধ্যে ঝগড়া হলে নিহত হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার তার বাবার বাড়ি চলে যায়। পরে তিনি কিছুদিন পূর্বে ফের স্বামীর বাড়িতে আসেন। গতদিন বুধবার মধ্যরাতে গলায় ফাঁস দিয়ে হোসেন আত্মহত্যা করে।
এ বিষয়ে হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার বলেন, গতদিন একসাথে দোকান চালিয়ে সন্ধ্যায় বাড়িতে আসি। রাতে খেয়েদেয়ে শুয়ে পরি। রাত ২ টার দিকে তিনি আমাকে বাথরুমে যাব কিনা জিজ্ঞাসা করলে আমি বাথরুমে যাই। তিনি এ সময় দরজা বন্ধ করে ঘরের ভিতর ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে আমরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি তিনি ফাঁসির দড়িতে ঝুলে আছেন। আমরা তরিঘরি করে নামিয়ে দেখি তিনি আর বেঁচে নেই।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।