প্রকাশ: ২০ মে ২০২৫, ২২:১২
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার বিকেল ৪টায় দেবীদ্বার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে শেষ হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী। তিনি বলেন, হাসনাত আবদুল্লাহর বিএনপির বিরুদ্ধে দেয়া বক্তব্য কুরুচিপূর্ণ এবং তা নিয়ে অবশ্যই জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
বুধবারের সমাবেশে ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী আরও বলেন, হাসনাতের বক্তব্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে অপমানজনক। তিনি জানান, কুমিল্লার মাটি ধানের শীষের ঘাঁটি এবং দেবীদ্বার এলাকাটি বিএনপির শক্তকেন্দ্র। তাই এই ধরনের অপমান আমারা কখনো মেনে নেব না।
এ সময় অন্যান্য বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভাপতি সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজউদ্দিন চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবীর আহমেদ, উপজেলা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তারা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের তীব্র নিন্দা জানান। তারা দাবি করেন, দেশের গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগকে অবমূল্যায়ন করা যাবে না।
এ ঘটনাকে কেন্দ্র করে দেবীদ্বারে বিএনপির নেতাকর্মীরা আরও দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে তারা এই ধরনের অপমান এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সময় সজাগ ও সক্রিয় থাকবে। তারা আশা করেন, ভবিষ্যতে দলের প্রতি সম্মানহানি হওয়ার সুযোগ আর কেউ দিতে পারবে না।
এই বিক্ষোভের মাধ্যমে বিএনপি নিজেদের ঐক্য ও সংগঠনের শক্তি প্রদর্শন করেছে। দলীয় নেতারা বলছেন, হাসনাত আবদুল্লাহ যেন জনগণের কাছে দ্রুত ক্ষমা প্রার্থনা করেন এবং দেশের রাজনীতিতে বিবেকবান ভূমিকা রাখেন।