প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:৪২
রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তিপূর্ণ ও স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠকে এ নির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই। তার উপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বৈঠকে অংশগ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বৈঠকে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে উপস্থাপন করা রিপোর্টে কোথাও কোনো ধরনের অস্থিরতা বা উদ্বেগের বিষয় উঠে আসেনি।
প্রধান উপদেষ্টা দেশের নাগরিকদের জানমাল ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হলো জনগণের শান্তিপূর্ণ জীবনধারা বজায় রাখা।
এ সময় তিনি আগামিদিনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার ওপর জোর দেন, যাতে কোনো অপশক্তি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠী শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে না পারে।
প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের পর সাংবাদিকদের জানান, সরকার দৃঢ়ভাবে নিয়ন্ত্রিত ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনার সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। এজন্য সব বাহিনী ও প্রশাসনিক সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।
সর্বশেষ, বৈঠকে সবার পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে বৈঠকে পুনরায় উল্লেখ করা হয়।