প্রকাশ: ২০ মে ২০২৫, ২২:৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই সভা দু'টি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতিবেগ আনার লক্ষ্যে আয়োজিত হয়।
দুপুর ১২টায় পৌরসভা হলরুমে উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় মহসিন কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির সভা শুরু হয়। উভয় সভাতেই দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। তাঁর উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
উপজেলা বিএনপির সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী। এ সময় ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অন্যান্য সদস্যরাও অংশ নেন। অপরদিকে, পৌর বিএনপির সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক শামিম আহমদ, যেখানে ২১ সদস্যের পৌর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ৯টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের জন্য মে থেকে জুন মাস পর্যন্ত বিভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। এতে রাজনৈতিক কাঠামোর পুনর্গঠনের স্পষ্ট পরিকল্পনা দেখা যায়।
দলের নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু এবং উপজেলা বিএনপির প্রবীণ সদস্য আতাউর রহমান লাল হাজী। তাঁরা বলেন, দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার এই প্রক্রিয়া বিএনপির রাজনীতিকে শক্তিশালী করবে।