প্রকাশ: ২০ মে ২০২৫, ২২:৭
দেশের ১৯টি জেলার ওপর দিয়ে রাতেই ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২০ মে) রাত ১টার মধ্যে এসব এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দর সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
যে ১৯টি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো: ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও সিলেট।
আবহাওয়া অধিদপ্তর এসব জেলার সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। এতে নদীপথে চলাচলকারী নৌযানসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বিশেষ করে যেসব অঞ্চলে খোলা জলাশয় রয়েছে, সেখানে হঠাৎ ঝড়ো হাওয়ার প্রভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং প্রয়োজনে নদীপথে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দিনভর রোদের পর রাতের দিকে আচমকা ঝড়ো আবহাওয়ার পূর্বাভাসে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। কৃষকেরাও তাদের ফসল নিয়ে শঙ্কিত, কারণ এই সময় মাঠে থাকা ফসল ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যেই এসব অঞ্চলে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও জনগণকে আগেভাগেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।