প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:১
জাতীয় ঐকমত্য নিয়ে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের মতবিরোধ নেই বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি আশা প্রকাশ করেছেন, প্রথম ধাপের সংলাপ শেষ করে শিগগিরই দ্বিতীয় ধাপের আলোচনায় প্রবেশ করা সম্ভব হবে।
সোমবার বিকেলে সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ড. রীয়াজ জানান, বিগত দুই মাসের ধারাবাহিক সংলাপে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক সমঝোতা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, যেসব বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে, তা নিয়ে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক সংলাপ হবে। এসব আলোচনার ভিত্তিতে জাতীয় ঐকমত্যের উদ্দেশ্যে একটি খসড়া জাতীয় সনদ তৈরির পথে এগিয়ে যাচ্ছে কমিশন।
তিনি বলেন, কমিশনের এই উদ্যোগ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, এতে সুশীল সমাজ ও সামাজিক শক্তিগুলোরও অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। ড. রীয়াজ মনে করেন, এই উদ্যোগ একটি ব্যাপক জনসম্পৃক্ততা ও আস্থা অর্জনের পথে সহায়ক হবে।
এছাড়া তিনি আরও বলেন, সংলাপের দ্বিতীয় ধাপে জাতীয় সংলাপের কাঠামো স্পষ্ট হবে এবং জাতীয় সনদের রূপরেখা চূড়ান্ত হবে। এতে করে জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বাস্তবতা একত্রিত করে একটি ভারসাম্যপূর্ণ ঐকমত্যে পৌঁছানো যাবে।
সিপিবির সঙ্গে এই বৈঠকেও তারা জাতীয় স্বার্থে সংলাপকে ফলপ্রসূ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বলে জানান সহসভাপতি। এছাড়া সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাস্তবসম্মত ও টেকসই একটি সমাধান খোঁজার ওপর জোর দেওয়া হয়।
ড. রীয়াজ এ সময় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ঐকমত্যের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পর্ব।