প্রকাশ: ২০ মে ২০২৫, ২২:২৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তে অবস্থিত চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে পোশাক, প্লাস্টিক ও জুস জাতীয় পণ্যের রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার। গত সোমবার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার বিষয়টি চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে এই রুট দিয়ে উল্লিখিত পণ্য রপ্তানি করা যাবে না।
তবে এই রুট দিয়ে মাছ, সিমেন্টসহ কয়েকটি অন্যান্য পণ্যের রপ্তানি এখনও অব্যাহত রয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে স্থানীয় ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন। আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাবি এন্টারপ্রাইজের জসিম উদ্দিন বলেন, তারা নিয়মিত চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে প্লাস্টিক ও জুস রপ্তানি করতেন। সম্প্রতি এই নিষেধাজ্ঞার কারণে তাদের ব্যবসায় বড় ধাক্কা লেগেছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, হঠাৎ করে এমন নিষেধাজ্ঞা আরোপে তাদের ব্যবসার চাকা থমকে গেছে এবং তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি দ্রুত রপ্তানি কার্যক্রম পুনরায় চালু করতে হবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক যেন স্থিতিশীল থাকে।
চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বলেন, নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকে তাদের অফিস থেকে নির্দেশনা অনুযায়ী এসব পণ্যের রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য পণ্য যথারীতি রপ্তানি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের মাধ্যমে সরকারী পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন, যাতে এই বাণিজ্যিক সঙ্কট দ্রুত সমাধান হয় এবং সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক অবস্থা উন্নত হয়।
বাণিজ্য স্থগিত হওয়ার ফলে সীমান্ত এলাকার ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবিকা প্রভাবিত হচ্ছে। এ সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী।
দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুসংহত রাখার জন্য স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসনকেও জোরপূর্বক উদ্যোগ নিতে হবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।