প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ২১:১৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ, রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে একটি ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা ৭টায় দেওয়া এই ভাষণটি বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
এই ভাষণে ড. ইউনূস সরকারের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশবাসীর প্রতি আহ্বান তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সংস্কারের মাধ্যমে সরকারের কার্যক্রমকে দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ভাষণটি সেসব বিষয় নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।