প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:৫৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার জুমার নামাজের পর থেকে গণঅনশন শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিনের আবাসন সংকটসহ চার দফা দাবিতে তারা এ কর্মসূচি নিয়েছেন। আন্দোলনকারীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষাকার্যক্রম বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও তারা সেখানে জড়ো হয়ে দাবি আদায়ে দৃঢ় অবস্থান জানান। আন্দোলন আরো জোরদার করতে শিক্ষক সমিতির নেতারাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শুক্রবার বাদ জুমা থেকে গণঅনশন শুরু হবে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অংশ নেবেন। তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং কোনো আপস করা হবে না।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প দ্রুত একনেকে পাশ ও বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার।
শিক্ষার্থীরা মনে করছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার কারণে আজ তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। রাজধানীর কেন্দ্রে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট সবচেয়ে বেশি, যা শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
অন্যদিকে, শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের নির্লিপ্ত অবস্থান ও প্রশাসনিক দায়িত্বহীনতার কারণে সমস্যাগুলো দিন দিন প্রকট হচ্ছে। তাই আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে তারা মনে করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে এখনো কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এবং আগামী দিনগুলোতে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
দাবি আদায়ে এবার শিক্ষক ও শিক্ষার্থীরা এক কণ্ঠে সোচ্চার, যা আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে এবং প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে।