প্রকাশ: ৩০ মে ২০২১, ২১:৪৪
কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মহামারি করোনা ও বন্যা, ঘুর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি রোববার টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
তিনি আরো বলেন, গত ১ বছরেরও বেশি সময় ধরে আমরা করোনা মহামারি মোকাবিলা করছি। করোনার শুরুতে সবাই ধারণা করেছিলেন, করোনা মহামারির কারণে অর্থনৈতিক মন্দা ও স্থবিরতায় বাংলাদেশে চরম খাদ্যসংকট দেখা দিবে; হয়তো দুর্ভিক্ষ দেখা দিবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও প্রজ্ঞায় তা হয়নি। তিনি করোনার শুরু থেকেই নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বার বার নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এর ফলেই বাংলাদেশে খাদ্য নিয়ে কোন হাহাকার হয় নাই, সংকট হয় নাই। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাও (এফএও) করোনাকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশংসা করেছে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের সদস্যরা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#ইনিউজ৭১/জিয়া/২০২১